About Us
আমি আল আমিন । র্দীঘদিন ইকমার্স এবং এফ কমার্স বিজনেস নিয়ে কাজ করছি । আমি কাজ করার সময় বিভিন্ন রিসোর্স এর প্রয়োজন পড়ত। দেখা যাচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট এবং ল্যান্ডিং পেজ বানাতে গিয়ে বিভিন্ন থিম , প্লাগিন । পোস্ট ডিজাইনের জন্য অনলাইন টুলস , এ্যাপ, ক্যানভা, ওয়েবসাইট সাবস্ক্রিপশন।ভিডিও এডিটিং এর জন্য ক্যাপকাটসহ এসইও করার জন্য অনেক টুলসের প্রয়োজন হয়। এসব ডিজিটাল প্রোডাক্টস একজন ব্যাক্তি এককভাবে ক্রয় করতে গেলে অনেক পরিমাণ অর্থ গুনতে হয়। তাই এ ডিজিটাল প্রোডাক্টগুলো এজেন্সি প্যাক ক্রয় করে একাধিক বিজনেস এবং ব্যাক্তির সাথে শেয়ার করে বিজনেসের খরচ কমিয়ে দ্রততার সাথে কাজ সম্পন্ন করা যায়।
এসকল কিছু চিন্তা করে আল আমিন ডিজিটাল হাব তৈরি করি। ইনশাআল্লাহ সকলের মাঝে আমার অভিজ্ঞতা এবং সার্ভিস পৌঁছে দিতে চাই।
আমার কাছে কি কি সার্ভিস পাবেন?
- ডিজিটাল মার্কেটিং সেবা।
- প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি।
- মেটা বিজনেস ম্যানেজার এবং মেটা এড একাউন্ট তৈরী।
- প্রোডাক্ট এবং সেবা অনুযায়ী বিভিন্ন পেজবুক সেলস এড তৈরী।
- ইমেজ, ভিডিও, এসইও, মুভি দেখা এবং তৈরি করার প্রিমিয়াম টুলস ও একাউন্ট।
- ওয়েবসাইট ডিজাইন।
- ল্যান্ডিং পেজ ডিজাইন এবং সেটাপ।
- ৬৯+ রেডি ল্যান্ডিং পেজ বান্ডেল।
- প্রিমিয়াম থিম এবং প্লাগিন।
- রেডিমেট ওয়াড, এক্সেল এবং গুগল সিট বান্ডেল, আপনি চাইলে নিজের মত করে নতুনভাবে তৈরি করে দেওয়া যাবে।