উৎপত্তি ও চাষের এলাকা: হিমসাগর আম প্রধানত ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের রাজশাহী, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ অঞ্চলে চাষ হয়।
আকার ও রঙ: মাঝারি থেকে বড় আকৃতির হয়। পাকলে আমের ত্বক হালকা সবুজ বা হলুদাভ সবুজ হয়। এর গায়ে খুব বেশি দাগ থাকে না।
গন্ধ ও স্বাদ: হিমসাগর আমের সুগন্ধ খুবই তীব্র ও মনমুগ্ধকর। স্বাদ মিষ্টি, রসালো এবং আঁশহীন।
মৌসুম: সাধারণত মে মাসের মাঝামাঝি থেকে জুন মাসের শুরু পর্যন্ত এই আম পাওয়া যায়। ব্যবহার: খাওয়ার জন্য, জুস, জ্যাম, মিষ্টান্ন, এবং আমসত্ত্ব তৈরিতে বহুল ব্যবহৃত।